নিজস্ব প্রতিবেদন ; গত সপ্তাহের দহনজ্বালার রেশ এখনও কাটাতে পারেনি শহর। আবহবিদদের একাংশ জানাচ্ছেন, মে মাসে দহনজ্বালাটা স্বাভাবিক। কারণ, গ্রীষ্মের চূড়ান্ত সময় এটাই। কালবৈশাখী সাময়িক স্বস্তি আনলেও সেটা স্থায়ী নয়। স্বাভাবিক নিয়মে বাড়ছে তাপমাত্রা। ফলে হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী। দিন দুয়েকের বৃষ্টি আর ঠাণ্ডা হাওয়ার পর ফের প্রবল অস্বস্তিকর পরিস্থিতি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে ৷ গরমের হাত থেকে কিছুতেই স্বস্তি মিলছে না রাজ্যবাসীর। আজও কলকাতা জুড়ে অস্বস্তিকর আবহাওয়া। বেলা বাড়ার সাথে সাথে সাথে বাড়ছে গরমের দাপট। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,তীব্র গরমেই কাটবে শেষ দফার ভোট৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা৷
চড়ছে পারদ, টানা গরমে নাজেহাল শহরবাসী
শুক্রবার,১৭/০৫/২০১৯
927
বাংলা এক্সপ্রেস---