পশ্চিম মেদিনীপুর:- ফের আরেকবার বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।ফের অভিযোগের তালিকায় রাজ্যের শাসক দল তৃণমূল।ঘটনা নারায়ণগড় ব্লকের মান্না 11 নং গ্রাম পঞ্চায়েতের।ঘটনায় আহত হয়েছে অম্বরিশ পন্ডা নামে এক ব্যক্তি।বিজেপির অভিযোগ ভোট পরবর্তী সময় থেকে বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের মারধর করছে শাসক দলের নেতাকর্মীরা।গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অম্বরিশ পান্ডার বাড়িতে এসে চড়াও হয় তৃণমূলের কয়েকজন কর্মী।লাঠি রড দিয়ে মারধর করা হয় অম্বরিশ পন্ডা কে।গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি।
ভোট পরবর্তী অশান্তি অব্যাহত নারায়ণগড় এ
বুধবার,১৫/০৫/২০১৯
826