নিজস্ব প্রতিবেদন ; এই মরসুমে দারুন ফর্মে ছিলেন এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। কে কে আর হয়ে কঠিন পরিস্থিতিতে বহুবার তাঁর ব্যাট ঝলসে উঠেছে। কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্লে অফে পৌঁছতে না পারলেও শহরের দলের মুখ রাখলেন আন্দ্রে রাসেল। এই বছর আই পি এলে তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। স্বাভাবিক ভাবে কে কে আর এর হয়ে তিনি বহু কঠিন পরিস্থিতিতে দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছেন। চলতি বছরে যেন কলকাতা নাইট রাইডার্সের স্তম্ভ ছিলেন। ১৪ ম্যাচে ৫১০ রান করেন তিনি। স্ট্রাইক রেট ২০৪.৮১। ১১টি উইকেটও পেয়েছেন। টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’হলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’হলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
মঙ্গলবার,১৪/০৫/২০১৯
979
বাংলা এক্সপ্রেস---