ভোটের শেষ বেলায় ভারতীর নামে FIR দায়ের করার নির্দেশ দিল কমিশন


রবিবার,১২/০৫/২০১৯
740

পশ্চিম মেদিনীপুর:-  ষষ্ঠ দফার নির্বাচনের দিন সকাল থেকেই যখন ভোটের লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। তখন থেকে সংবাদ শিরোনামে উটে এসেছে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। রবিবার সকালে ঘাটালের বিজেপি প্রার্থী কেশপুরের পিকুদার ১৩৯ নম্বর বুথে ঢুকে ভিডিওগ্রাফি করতে থাকেন৷ যা বেআইনী৷ সেই ছবি বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যেমে ধরা পড়ার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।তারপরই পদক্ষেপ করে কমিশন৷ওই বুথের প্রিসাইডিং অফিসার ভারতীর ভিডিওগ্রাফির সময় তাঁকে কোনরূপ বাধা দেন নি। তাই বুথের প্রিসাইডিং অফিসার ভিডিওগ্রাফি করার সময় বাধা দেননি৷  বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিতে হবে৷ জেলাশাসককে এমনই নির্দেশ দেয় কমিশন৷

এছাড়াও ঘাটালের বিজেপি প্রার্থী ভারতীর বিরুদ্ধে পদক্ষেপ করতেও নির্দেশ দেওয়া হয় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে৷অন্যদিকে, নির্বাচনী আচরনবিধি না মানায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেয় কমিশন৷ ভোট চলাকালীন তিনি তার সশস্ত্র দেহরক্ষী নিয়ে একটি বুথে আচমকাই প্রবেশ করেন৷কিন্তু নিয়ম অনুযায়ী কোন প্রার্থী বুথের ১০০ মিটারের মধ্যে তাঁর দেহরক্ষী নিয়ে প্রবেশ করতে পারেন না। কিন্তু ভারতী সেই নিয়ম না মেনে তার সশস্ত্র দেহরক্ষী নিয়ে বুথে প্রবেশ করে। এতেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।  পুরো ঘটনায় কমিশন রিপোর্ট তলব করেছে৷ শেষে পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশও দেওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট