রবিবাসরীয় প্রচারে উত্তর কোলকাতার তৃণমূল প্রার্থী সস্ত্রীক সুদীপ বন্দ্যোপাধ্যায়


রবিবার,১২/০৫/২০১৯
816

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স: রবিবার উত্তর কোলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার করলেন। স্ত্রী নানা বন্দোপাধ্যায়কে সঙ্গে কলকাতা হাই কোর্ট এলাকা পরিক্রমা করে মিছিল।হুটখোলা গাড়ী থেকে সস্ত্রীক হাত নেড়ে নেড়ে আশীর্বাদ চান উত্তর কোললকাতার তৃণমূল প্রার্থী। পাল্টা একাকার মানুষরাও হাত নেড়ে আশীর্বাদ করেন দুবারের সংসদকে। তৃতীয় বার জয়ের লক্ষে প্রচারে কমতি রাখছে না সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে মূল লড়াই হতে চলেছে তৃণমূল বনাম বিজেপির সঙ্গে। সিপিএমও রয়েছে লড়াইয়ে। তাই ত্রিমুখি লড়াই হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। এই কেন্দ্রে বিজেপির হেবিওয়েট প্রার্থী জাতীয় সম্পাদক তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। সিপিএমের প্রার্থী বিশিষ্ট শিক্ষকা কনিনীকা বোস ঘোষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট