কেশপুরে ভারতী ঘোষের দেহরক্ষীর ছোঁড়া গুলিতে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ


রবিবার,১২/০৫/২০১৯
730

পশ্চিম মেদিনীপুর:- কেশপুরে ভারতী ঘোষের কনভয়ের ওপর ইটবৃষ্টির মাঝেই ঘটল বিপত্তি। ভারতীর সুরক্ষার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে আর সেই গুলিতেই এক তৃণমূল কর্মী জখম হয়েছে বলে দাবী তৃণমূলের। জখম তৃণমূল কর্মীর নাম বখতিয়ার খান। আহতের পরিবারের দাবী, ভারতীর দেহরক্ষীরাইগুলি চালিয়েছিলেন। তাঁরা টানা ৫ রাউন্ড গুলি চালিয়েছেন বলে দাবী পরিবারের। আর সেই গুলিতেই বখতিয়ারবাবু জখম হয়েছেন।

যদিও পুলিশের একটি সূত্রে খবর, ওই ব্যক্তি গুলিতেই জখম হয়েছেন। তাঁর ডান হাতের ডানার কাছে গুলি লাগে। এর জেরে ব্যাপক রক্তপাত হয় তাঁর। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল।

https://youtu.be/mhBBYI6r-uA

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট