ভৈদিক ভিলেজের সামনে বোমা ফেটে আহত ২


শনিবার,১১/০৫/২০১৯
496

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, রাজারহাট: রাজারহাটের বৈদিক ভিলেজের সামনে বোমা ফেটে জখম ২ ব্যাক্তি।ভাঙড়-লাউহাটি ৯১ রোডের ধারে বোমা গুলি ফাটে। রাস্তার কাজের জন্য পাথর মজুত করা ছিল।সেখানে ২ জন শ্রমিক পাথর সরাতে গেলে বোমা গুলি ফেটে যায়। বোমার আঘাতে আহত হন ওই ২ জন শ্রমিক।

আহতদের রাজারহাট রেকজোয়ানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামী রবিবার বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট। রাজারহাট এলাকাটি বারাসাত লোকসভার অন্তর্গত। ভোটের কাজে ব্যবহারের জন্য কোন রাজনৈতিক দল বোমাগুলি ওখানে রেখেছিল বলে পুলিশের অনুমান।

ভৈদিক ভিলেজের মতো অভিজাত রিসর্টের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট