প্রচুর নগদ টাকা রয়েছে সন্দেহ, পিংলায় ভারতী ঘোষের গাড়ি আটক করল পুলিশ


শনিবার,১১/০৫/২০১৯
519

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:– পিংলায় ভারতী ঘোষের গাড়ি আটক করা হয়েছে। পুলিশের সন্দেহ প্রচুর নগদ রয়েছে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপারের গাড়িতে। তল্লাশি করতে চাইলে ভারতী তাতে বাধা দেন বলে জানা গিয়েছে। বেশি রাত পর্যন্ত জানা গিয়েছে, পুলিশের ওই বিশেষ দল ভারতী ঘোষের গাড়ি আটক করে রেখেছে পিংলায়।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত খবর, নাকা চেকিং-এর সময় ভারতীর গাড়িকে আটক করা হয়। এরপর তল্লাশিতে আপত্তি জানান একদা দুঁদে পুলিশ আধিকারিক। সূত্রের খবর গ্রামের একটি বাড়িতে তাঁকে বসিয়ে কথা বলছে পুলিশ।বিজেপি যদিও অভিযোগ করেছে, তৃণমূল ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনস্থ। এখানে তৃণমূলের কোনও হাত নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট