দিলিপ ঘোষের সমর্থনে দাঁতন ২ ব্লকের সাউরিতে রোড শো কৈলাসের


শনিবার,১১/০৫/২০১৯
455

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: রাজ্য সভাপতি দিলিপ ঘোষ তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলিপ ঘোষের সমর্থনে রোড শো করলেন কৈলাস বিজয়বর্গী।সাথে ছিলেন নিশিথ প্রামাণিক। দাঁতন ২ ব্লকের একারকী থেকে বাবলা হয়ে সাউরি পর্যন্ত রোড শো করেন কৈলাস।সাথে ছিল প্রায় ৪০০ বাইক। দিলিপ ঘোষের সমর্থনে ব্যাপক সাড়া এলাকা জুড়ে।

এদিনের এই কর্মসূচির পরেই এদিনের এই কর্মসূচির পরেই গতকাল ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৈলাস বিজয়বর্গী বলেন- “ভারতী ঘোষকে জবরদস্তী ফাঁসানো হয়েছে,কুল মিলে এটা একটা ষড়যন্ত্র। ভারতীয় জনতা পার্টির লোকেদের ফাঁসানোর এটা একটা পরিকল্পনা। উর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে মত প্রথম থেকে পুরো তার লোকসভা কেন্দ্রে তাকে বাঁধার চেষ্টা চলছে। পদস্থ আধিকারিক ও তৃণমূলের কর্তাদের দ্বারা এইসব কাজ চলছে,আমাদের কর্মকর্তাদের সাথে দূর্ব্যবহার চলছে।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট