নয়াগ্রামে হাতির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


বৃহস্পতিবার,০৯/০৫/২০১৯
526

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: বৃহস্পতিবার সকালে নয়াগ্রামের পূর্ব কেয়াঝরিয়ার কাছে দামঘুটু এলাকায় থেকে উদ্ধার হল একটি পূর্ন বয়স্ক হাতির মৃতদেহ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন ভোরে গ্রামবাসীরা লক্ষ্য করেন দামঘুটু গ্রামের পাশে ধান জমির সংলগ্ন এলাকায় বাঁশ ঝাড়ের পাশে হাতির নিথর দেহ পড়ে রয়েছে।

গ্রামবাসীরা বলেন, গতকাল তপবন থেকে ৬ টি হাতি এদিকে এসেছিল। তারপর আজ সকালে এহেন ঘটনা দেখতে পায়। খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। বাসিন্দাদের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শক খেয়ে হাতিটির মৃত্য হতে পারে। যদিও বন দপ্তর হাতির মৃত্যুর কারণ নিয়ে মুখ খোলেনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট