জঙ্গলমহলে প্রচারে চন্দ্রবাবু নাইডু


বুধবার,০৮/০৫/২০১৯
495

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার জঙ্গলমহলকে শান্তির ছন্দে মিলিয়ে দিয়েছে। এবার সেই জঙ্গলমহলে সভা করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। আগামী ৮ মে চন্দ্রবাবু নায়ডু জঙ্গলমহলে সভা করবেন। ৮ তারিখ রাতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী খড়্গপুরে থাকবেন। ওইদিন রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন।

পরের দিন ৯ তারিখ খড়্গপুরের তালবাগিচায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবাবু একই সঙ্গে সভা করবেন। খড়্গপুর শহরে বেশ কয়েক হাজার তেলেগু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেই সমস্ত মানুষের সমর্থন যাতে তৃণমূল পায় সে কারণেই চন্দ্রবাবু নাইডুকে খড়্গপুরে তৃণমূলের প্রচারে নিয়ে আসা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট