রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান: অমিত শাহ


বুধবার,০৮/০৫/২০১৯
469

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ভারতী ঘোষকে মমতার নির্দেশ বেআইনি কাজ করতে চাননি, সেই কারণেই ভারতীর ওপর এত রাগ মমতার। এদিন ঘাটালের জনসভা থেকে এমনটাই বললেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর চ্যালেঞ্জ রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান। ক্ষমতায় এলে এনআরসি করে অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা জানিয়েছেন অমিত শাহ।

তারা রাম নাম বলবেন, ক্ষমতা থাকলে আটকান।ঘাটালের সভা থেকে চ্যালেঞ্জ জানালেন অমিত শাহ। তার প্রশ্ন জয় শ্রী রাম ধ্বনি ভারতে নেওয়া হবে নাতো কি পাকিস্তানে নেওয়া হবে। ঘাটালবাসীকে অমিত শাহের আবেদন, তার সঙ্গে বলুন জয় শ্রী রাম।এপরেই তিনি বলেন যে ধারা দেওয়ার দিন। জয় শ্রী রাম বলা থেকে কেউ আটকাতে পারবে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট