ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মেদিনীপুর ও খড়্গপুরের এলাকা গুলি ঘুরে দেখলেন রাজ্যপাল


রবিবার,০৫/০৫/২০১৯
528

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মেদিনীপুর ও খড়্গপুরের এলাকা গুলি রবিবার ঘুরে দেখলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এদিন তিনি প্রথমে খড়্গপুরের সাঁকোয়া এলাকায় আসেন। এখানে শুক্রবার ঘূর্ণিঝড়ে ৩০ টি মাটির বাড়ি পড়ে যায়। কয়েকটি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়। রাজ্যপাল ক্ষতিগ্রস্থ বাড়িগুলি ঘুরে দেখেন। লোকজনের সঙ্গে কথা বলেন। সরকারি সাহায্য তাঁরা পেয়েছেন কিনা জানতে চান। তাঁরা জানান, রাজ্য সরকার যেভাবে দুর্যোগ মোকাবিলায় তাঁদের পাশে দাঁড়িয়েছে এতে তাঁরা অবিভুত।

এরপর রাজ্যপাল মেদিনীপুরে আসেন। এখানে তালপুকুর এলাকায় সেদিনের সকালের ঘূর্ণিঝড়ে ৫২ টি মাটির বাড়ি ক্ষতিগ্রস্থ হয় ।বেশ কিছু বাড়ির টিনের ও আসবেস্টসের চালা উড়ে যায়। এখানেও তিনি ঝড়ের মুখে পড়া মানুষজনের সঙ্গে কথা বলেন । তাঁদের সমস্যা জানতে চান । এরপর রাজ্যপাল মেদিনীপুর সার্কিট হাউসে এসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ‘ ফনীর ‘ ক্ষয়ক্ষতির রিপোর্ট দেখেন । প্রয়োজনীয় নির্দেশ দেন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট