ফোনির মোকাবিলায় হাজির এনডিআরএফ ২ ব্যাটেলিয়ান এর দল


শুক্রবার,০৩/০৫/২০১৯
551

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যার অভিমুখ থেকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় “ফোনি”। যার অভিমুখ উড়িষ্যা মুখী হলেও তার প্রভাব পড়তে পারে বাংলার উপকূলে। তার আগে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে হাজির হলো এনডিআরএফ ২ ব্যাটেলিয়ান এর দল। নারায়ণগড় এর প্রায় ৩০ জন এই দলে রয়েছেন ।ঘূর্ণিঝড় ফেনী উপকূল অঞ্চল গুলিতে আছড়ে পড়ার আগেই আগাম সতর্কবার্তা হিসাবে নারায়ণগড় ব্লকে আশা এনডিআরএফ এর দলটি নারায়ণগড় এর বিভিন্ন স্কুলে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছেন। ইতিমধ্যে বেশ ক’টি স্কুলে তারা তা সম্পন্ন করা হয়েছে।

উক্ত ব্লকে আসা এনডিআরএফ এর টিমের শীর্ষ কর্তা রাজেশ সিং যাদব জানিয়েছেন -“কলিকাতার এনডিআরএফ এর ২ নম্বর ব্যাটেলিয়ান দল আমরা। ঘূর্ণিঝড় “ফোনি” যে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ,তার পার্শ্ববর্তী অঞ্চল আমাদের এই বাংলা তার কিছু প্রভাব পড়তে পারে। তাই আগাম সতর্কীকরণ করতে এবং দুর্যোগ মোকাবিলা করতে আমাদের এখানে আসা ।যতদিন না এই ঘূর্ণিঝড় “ফেনী” শক্তি হারাচ্ছে ততদিন বিশেষভাবে আমাদের এই দল কাজ করবে নারায়ণগড় ব্লক সহ পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে। ইতিমধ্যে আমরা বিভিন্ন স্কুল ও এলাকায় গিয়ে মানুষদেরকে সতর্কীকরণ করছি এবং কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করা যায় তার প্রশিক্ষণ দেওয়া চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট