নিজস্ব প্রতিনিধি, বারুইপুর :ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হলেন জয়নগর লোকসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী সুভাষ নস্কর। ভোট প্রচার চলাকালীন তাঁকে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগের তীর তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন আরএসপির দুই জন সমর্থকও।
রবিবার সকালে গোসাবা বিধানসভার পাঠানখালি এলাকায় প্রচারে গিয়েছিলেন আরএসপি প্রার্থী। সুভাষ বাবু দলীয় এক কর্মীর বাইকে চেপে যাচ্ছিলেন। সেখানে আচমকা তৃণমূল কংগ্রেস কর্মীরা হাজির হয়ে তাঁকে প্রচারে বাধা দেয় বলে অভিযোগ।
বাইক থেকে নামিয়ে ধাক্কা দিয়ে তাঁকে বের করে দেওয়ারও অভিযোগ করেছেন প্রার্থী। তাঁর দাবি, গোটা ঘটনা পুলিসের সামনে হলেও তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।যদিও পুলিশ জাননিয়েছে ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ গত কালই আক্রান্ত হয়েছিলেন ডায়মন্ডহারবারের সিপিআইএম প্রার্থী ডাক্তার ফুয়াদ হালিম। কর্মীদের গাড়িতে ভাংচুর এবং দলীয় পতাকাও ছিঁড়ে দেওয়া হয়। এক্ষেত্রেও অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই।