ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সরব হলেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী


বুধবার,২৪/০৪/২০১৯
884

আক্তারুল খাঁন---

হাওড়া: আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ডাকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী কল্যান ব্যানার্জীর ভাঁওতাবাজি নিয়ে সরব হলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দীকি। বুধবার ডোমজুড় মতিঝিল পেট্রোল পাম্প থেকে ডোমজুড় থানা পর্যন্ত,হাজার হাজার জনতা নিয়ে এলাকার শান্তি ও সম্প্রীতির পদযাত্রা এবং পথসভা করেন।

পথ সভায় পীরজাদা আব্বাস সিদ্দীকি বলেন,বর্তমানে কিছু অসৎ রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মুসলিমদের বিজেপি জুজুর ভয় দেখিয়ে ভোট লুঠ করতে চাই বর্তমান শাসকদলের কিছু সাংসদ ও বিধায়ক।
ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বলেন কল্যান ব্যানার্জী কিছুই করেনি। শুধু ফুরফুরা শরিফকে নিয়ে মুসলিমদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছেন।

তিনি আরও বলেন, যে মাননীয়া মু্খ্যমন্ত্রীর হয়তো সদিচ্ছা আছে কিন্তু শ্রীরামপুরের সাংসদ মুখ্যমন্ত্রীকে ভূল বুঝিয়েছেন ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট