দেবলিনা হেমব্রমের সমর্থনে বেলপাহাড়িতে বৃন্দা কারাট


মঙ্গলবার,২৩/০৪/২০১৯
574

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: সিপিএম পার্থী দেবলিনা হেমব্রমের সমর্থনে বেলপাহাড়িতে বৃন্দা কারাট। বৃন্দা কারাট বলেন, বাংলায় মমতার নেতৃত্ব মুখে অনেক বড় কথা বলছেন। কাজের সময় দুনীর্তি করছে। সংবিধানের অধিকার দুর্বল কেন্দ্রে যেমন মোদি করেছে তেমনই বাংলাঁ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। গত পাঁচ বছরে চ্যালেঞ্জের সাথে বলছি বিজেপি দিল্লীতে বসে আইন-কানুন তৈরি করেছে। এরমধ্যে তিনটি আইন সরাসরি আদিবাসী মানুষের উপর হামলা হয়েছে।

আর অন্য আইন ¬কানুন বড় বড় পুঁজিপতিদের জন্য হয়েছে। আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। নিজের প্রচার ও বিজ্ঞাপনের জন্য মোদি সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছে। আদিবাসী ছেলে মেয়েদের বছরে দু হাজার সাতশো কোটি টাকা খরচ করেছে। এই মমতার সরকার মোদির পথে চলছে। মমতার সরকার সবকিছু করতে পারে। দুনীর্তির অফিসারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে পারে।

আদিবাসীদের জমিতে মোদি যখন হামলা করছে, সেই সময় একটা চিঠি লিখে নি। কারণ, মোদি যা করেছে, মমতা তা করছে। মোদি মানুষকে বিভাজিত করেছে, মমতাও মানুষকে বিভাজিত করেছে। আমাদের অফিস দখল করেছে, আমাদের আদিবাসী ও কুড়দির হত্যা করেছে ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেরে পুরেছে। তৃণমূলের আমলে জঙ্গলে বনজ সম্পদের দাম বাড়েনি। আমরা ল্যাম্পসের মাধ্যমে বনজ সম্পদের দাম দিয়েছি।

এখন ঘন্টা ঘন্টার পর জঙ্গলে গিয়ে এক হাজার শালপাতা বিক্রি মাত্র ৯০ টাকা। এজন্য কমপক্ষে ১৫০ টাকা পাওয়া দরকার ছিল। আদিবাসীদের জন্য একমাত্র সিপিএম লড়াই করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট