তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর মনোনয়নের মহামিছিলে ভাসল ঝাড়গ্রাম শহর


বৃহস্পতিবার,১৮/০৪/২০১৯
658

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর মনোনয়নের মহামিছিলে ভাসল ঝাড়গ্রাম শহর। এদিন শহরের হিন্দু মিশন মাঠ থেকে তৃণমূলের মিছিল শুরু হয়। ধমসা-মাদল বাজিয়ে তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থকেরা এদিন উপস্থিত হন।

দুপুর ১টা ৪৫ মিনিটে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুকে সঙ্গে নিয়ে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে এছাড়াও ঢোকেন। এছাড়াও মনোনয়নে উপস্থিত ছিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা।

দুপুর ১টা ৫৭ মিনিটে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডু ঝাড়গ্রাম লোকসভার রিটানিং অফিসার আয়েশা রানি এ-র হাতে তুলে দিলেন মনোনয়ন পত্র। সঙ্গে ছিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা, বিধায়ক চূড়ামনি মাহাতো, দুলাল মুর্মু, প্রসূন সরঙ্গি প্রমুখ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট