দিলীপ ঘোষকে জয়যুক্ত করার লক্ষ্যে বুধ কর্মী সম্মেলন এর আয়োজন


বৃহস্পতিবার,১১/০৪/২০১৯
487

বাংলা এক্সপ্রেস---

আসন্ন লোকসভা ভোটে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে জয়যুক্ত করার লক্ষ্যে বুধ কর্মী সম্মেলন এর আয়োজন করা হয় বেলদায়। ও বিকেলে একটি প্রচার মিছিল সংঘটিত হয়। প্রায় তিন হাজারেরও বেশি কর্মী সমর্থক এই সম্মেলন ও মিছিলে অংশগ্রহণ করে ।এদিন পার্থী দিলীপ ঘোষ উক্ত সভাতে ও মিছিলে অংশগ্রহণ করেন। সকালে সভার শেষে বিকেলে হুড খোলা জিপে বেলদার পুরনো বিডিও অফিস সংলগ্ন স্থান থেকে শুরু করে বেলদার কালী মন্দির পর্যন্ত দীর্ঘ মিছিল সংঘটিত হয়।

এদিন পার্থী দিলীপ ঘোষ তার সভাতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ও অন্যান্য বিরোধী দলগুলির সমালোচনা করেন ।তিনি বলেন “তৃণমূলের বর্তমান মেদিনীপুর লোকসভার প্রার্থী যিনি তাঁর নিজের এলাকায় উন্নয়ন করতে পারেননি।যার এলাকাতে রাস্তাঘাট এতই খারাপ মানুষ যেতে পারে না ।তিনি কি করে মেদনীপুরকে সুন্দর করে গুছিয়ে তুলবেন “। এছাড়াও তিনি কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক দিক গুলি ও রাজ্য সরকারের অউন্নয়নের দিকগুলো তুলে ধরেন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট