উলুবেড়িয়ায় ভরসা জয়


বৃহস্পতিবার,১১/০৪/২০১৯
528

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: ভয়কে জয় করতে হবে। আর সেই জয়লাভ করার জন্য জয়ের উপরেই ভরসা উলুবেড়িয়া কেন্দ্রে ভরসা। প্রচারে বেরিয়ে এই বার্তায় দিচ্ছেন উলুবেড়িয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়।ছিলেন অভিনেতা, গত পাঁচ বছরে লড়েছেন লোকসভা এবং বিধানসভা নির্বাচনে। এবার ফের লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি। প্রথম দু’বার ভোটে হেরে গেলেও রাজনীতির ময়দান ছাড়েননি জয় ব্যানার্জি।

বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছে তিনি। কেন্দ্রের পক্ষ থেকে পেয়েছেন নিরাপত্তা। কিন্তু ভোটে জেতার স্বাদ এখনও মেলেনি। যা লোকসভায় পূরণ করতে মরিয়া জয় ব্যানার্জি।উলুবেড়িয়া কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে দল। ঝাঁপিয়ে পড়েছেন ভোটের প্রচারে। প্রার্থীর স্লোগান তোমার জয়, আমার জয়, উলুবেড়িয়াতে আর নেই ভয়। ভোটারদের ভয় কাটাতে জয়কে জয়লাভ করতে হবে।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের চতুর্মুখী লড়াই। ওই কেন্দ্রে এক সময় কংগ্রেসের বিশেষ প্রভাব ছিল, যেখানে থাবা বসিয়েছে তৃণমূল। বামেদের পুরনো ভোট ব্যাংক আছেই। এই সব বাধা পেরিয়ে ভয় দূর করতে জয় কতটা সফল হবেন তা জানা যাবে ২৩ মে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট