উত্তর ২৪ পরগনার তারাগুনিয়া চরপাড়া বিদ্যুৎ সংঘের “বাসন্তী পুজার” শুভ সূচনা


বুধবার,১০/০৪/২০১৯
1231

নিজস্ব প্রতিবেদ ঃ প্রতি বছরের মত এই বছরও বাসন্তী পুজার আয়োজন করেছে তারাগুনিয়া চরপাড়া বিদ্যুৎ সংঘ। আজ বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে পুজার শুভ সুচনা হয়।

https://youtu.be/uPnCe0vg1GQ

এদিন ক্লাবের কর্মকর্তারা জানান পুজার কয়েকটি দিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১১ই এপ্রিল বৃহস্পতিবার অঙ্কন প্রতিযোগিতা , মহা সপ্তমী, ১২ ই এপ্রিল শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবি্‌র, মহাষ্টমী ১৩ ই এপ্রিল মহাভোগ বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান,১৫ ই এপ্রিল বস্ত্র বিতরন ও বিচিত্রা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানান তারা। এদিন এলাকার সাধারন মানুষরা জানান তারা এই পুজার কয়েকটি দিন আনন্দের সাথে কাটান, পাশাপাশি সাড়া বছর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। এছাড়া এদিন এলাকার বহু সাধারন মানুষ বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করেছিল।

https://youtu.be/q64SRLtfDvs

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট