আরাবুল ইসলামের উপর হামলার বিরুদ্ধে বিরাট প্রতিবাদ সভা


বুধবার,১০/০৪/২০১৯
1189

সাদ্দাম হোসেন মিদ্দে---

বাংলা এক্সপ্রেস,ভাঙড়:প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলামের উপর হামলার বিরুদ্ধে বিরাট প্রতিবাদ সভা করল তৃণমূল।পাওয়ার গ্রিড এলাকার শামনগর মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আরাবুল ইসলামসহ,তৃণমূল ব্লক সভাপতি ওহিদুল ইসলাম,আরাবুল পুত্র হাকিমুল ইসলাম,তৃণমূল নেতা নান্নু হোসেন,মোমিনুল ইসলাম,মোদাচ্ছের হোসেন প্রমুখ।

সোমবার বিকালে প্রতিবাদ সভার উদ্দেশ্যে পদমিছিল শুরু হয় নতুন হাট মোড় থেকে।শ্যামনগর মোড়ে এসে পদ মিছিল শেষ হওয়ার পর বক্তারা আরাবুল ইসলামের উপর হামলার তীব্র নিন্দা জানান।দোষিদের অবিলম্বে গ্রেফতারেরও দাবী করা হয়।

উল্লেখ দিন কয়েক আগে আরাবুল ইসলাম শ্যামনগর মোড়েই জমি কমিটির হাতে আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ।তাঁর গাড়ীতেও ভাঙচুর চালান হয়েছিল।ওই দিন জমি কমিটি সমর্থিত বামপ্রার্থীর সভা ছিল আরাবুলের গ্রাম গাজিপুরে।সেই সভার উদ্দেশ্যে জমি কমিটির মিছিল যাচ্ছিল।সেসময় শ্যামনগর মোড়ে বসে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে চা খাচ্ছিলেন আরাবুল।অভিযোগ সেসময় আরাবুলকে হেনস্থা করে কমিটির লোকজন।https://youtu.be/6E0QUpFu5lU

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট