বাংলা এক্সপ্রেস,বসিরহাট:
বসিরহাট পুলিশ জেলার সহযোগিতায় এবং মিনাখাঁ থানার পরিচালনায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল।মিনাখাঁ ব্লক কমিউনিটি হলে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবি শেখ কামরুল ইসলাম, মিনাখাঁ থানার ওসি তাপস ঘোষ প্রমুখ।এদিন রক্তদান শিবির নিয়ে মিনাখাঁর বিডিও শেখ কামরুল ইসলাম বলেন, গ্রীষ্মকালে রক্তের চাহিদা অনেক বেশি থাকে। হাসপাতাল গুলি রোগীদের রক্ত যোগান দিতে পারে না।তাই এই ধরণের রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই রক্তদান শিবির এর মধ্য দিয়ে যুব সমাজ,সাধারণ মানুষ ও মহিলাদের রক্ত দান করার আগ্রহ বাড়বে। মিনাখা থানার ওসি তাপস ঘোষ জানান,প্রতি বছরের ন্যায় এবছর মিনাখা থানা রক্তদান শিবির আয়োজন করেছে।এখানে আমার প্রথম অংশগ্রহণ করা। সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের সহযোগিতায় আমরা রক্তদান শিবিরটি সুন্দর ভাবে করতে পেরেছি।সাধারণ মানুষের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের অনেক কর্মী রক্ত দান করেন।এদিন প্রায় ৭০ জন ব্যাক্তি রক্তদান করেন বলে জানা গেছে।
মিনাখাঁয় রক্তদান শিবির পুলিশের
রবিবার,০৭/০৪/২০১৯
739
বাংলাএক্সপ্রেস---