বাংলা এক্সপ্রেস,দক্ষিণ ২৪ পরগণা:ভাঙড়ে এক সিপিআইএম কর্মী নিগৃহীত হলেন শাষক দলের উপ্রধানের কাছে। জয়নগর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুভাষ নস্করের নির্বাচনী তহবিলের জন্য গ্রাম থেকে চাঁদা সংগ্রহ করার সময় উপপ্রধান বেধড়ক মারধর করে এক সিপিএম কর্মীকে। আহতের নাম নিতাই নস্কর বলে জানা গেছে। তিনি ভাঙড় ১ ব্লকের তাড়দহ এরিয়া কমিটির সদস্য। ঘটনাটি রবিবার সকালে তাড়দহের বেদেরআইট গ্রামে ঘটে।অভিযুক্ত প্রধানের নাম রাকেশ রায় চৌধুরী।রাকেশ ভাঙড় ১ ব্লকেরই তাড়দহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।অভিযুক্তের বিরুদ্ধে কোলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ করেছেন সিপিআইএম নেতৃত্ব। স্থানীয় সূত্রে খবর, নির্বাচনী তহবিলের জন্য এদিন যখন গ্রামে চাঁদা সংগ্রহ করছিলেন নিতাই,তখন রাকেশ ও তাঁর দলবল গিয়ে বেধড়ক মারতে শুরু করে। ঘটনায় গুরুতর আহত হন নিতাই। তাঁর বুকে ক্রমাগত লাথি মারা হয় বলে অভিযোগ।অবশ্য অভিযোগ অস্বীকার করে রাকেশ বলেছেন, ‘গ্রামের লোক ক্ষেপে গিয়ে ওঁকে মারধর করেছেন।‘
তৃণমূলের উপপ্রধানের হাতে নিগৃহীত সিপিএম কর্মী
রবিবার,০৭/০৪/২০১৯
720
বাংলাএক্সপ্রেস---