ঝাড়খণ্ড পার্টির প্রার্থী হচ্ছেন বীরবাহা হাঁসদা, আনুষ্ঠানিক ঘোষণা করল দল


বৃহস্পতিবার,০৪/০৪/২০১৯
592

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: এক সাংবাদিক বৈঠক করে একথা পরিস্কার জানালেন ঝাড়খণ্ড পার্টির (নরেন) ও ঝাড়খণ্ড অনুশীলন পার্টি-র জোটের নেতারা। ঝাড়গ্রাম আসনে বীরবাহা হাঁসদার নাম ঘোষণা করা হয়েছে জোট প্রার্থী হিসেবে। ঝাড়খণ্ড পার্টি নেত্রী চুনিবালা হাঁসদা ও অনুশীলন পার্টির সভাপতি আদিত্য কিস্কুরা জানান,’ বীরবাহার প্রচারে একসঙ্গে নামবে দুই দ‌লের কর্মীরা।

বাঁকুড়ায় জোটের প্রার্থী হচ্ছেন অনুশীলন পার্টির নেতা প্রবীর বন্দ্যোপাধ্যায়। আমাদের মত আঞ্চলিক দলগুলিকে ব্যবহার করেছে বড় রাজনৈতিক দলগুলি। নির্বাচনীর ইস্তেহারের আমাদের মূল প্রতিশ্রুতি, জঙ্গলমহলের চার জেলাকে নিয়ে স্বশাসিত ঝাড়খণ্ড উপত্যকা পরিষদ গঠন। মুণ্ডারী ও কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি। এর জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনে নামব আমরা।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট