ঝাড়গ্রাম: আদিবাসী সমন্বয় মঞ্চের পক্ষ থেকে এদিন চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষনা করা হল। আদিবাসী সমন্বয় মঞ্চের সভাপতি বাবলু মুর্মু এদিন তাদের বৈঠকের পর একথা জানান। এক প্রেস রিলিজ দিয়ে বাবলু মুর্মু জানান,‘ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে নরেন হেমব্রম, বাঁকুড়া লোকসভা আসনে মিলন মাণ্ডি, হুগলী লোকসভা আসনে দুলালচন্দ্র হেমব্রম, শ্রীরামপুর আসনে অরুন সোরেন আমাদের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন।
আদিবাসী সমন্বয় মঞ্চ চারটি আসনে প্রার্থী ঘোষণা করল
সোমবার,০১/০৪/২০১৯
949
বাংলা এক্সপ্রেস---