দেব এর সমর্থনে পিংলা বিধানসভার উজিরপুরে কর্মী সভা


শনিবার,৩০/০৩/২০১৯
522

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পাঁচ বছর আগে এই দেবকে শুধু বলতে শোনা গেছিল আমাকে ভোট দেবেন তো। ঠিক পাঁচ বছর পর ২০১৯ এ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী সেই দেব এবার নায়ক না পোড় খাওয়া রাজনীতিবিদ এর মতন রীতিমতন রাজ্য সরকারের প্রকল্পের কথা তুলে দিলেন নায়ক ও প্রাক্তন লোকসভার সাংসদ দেব চড়া রেদে কে উপেক্ষা না করে দেব কে দেখতে পিংলা বিধানসভার দুজিপুর এ কর্মী সভাতে উপস্থিত হাজার হাজার মানুষ।

কন্যাশ্রী থেকে শুরু করে রাজ্য সরকারের যেসব প্রকল্প আছে সেসব কেন্দ্রীয় সরকার থেকে অনেকটা ভালো কাজ করেছে এই রাজ্য সরকার তাও তুলে ধরলেন অভিনেতা দেব। আজ দেব এর সমর্থনে পিংলা বিধানসভার উজিরপুরে এক কর্মী সভার অনুষ্ঠানে এসে তাকে আবার জিতিয়ে আনার অনুরোধ জানালো এলাকাবাসীদের। এইবার দেব আড়াই লক্ষ ভোট কে ছাপিয়ে ৩ লাখের বেশি ভোটে জয়লাভ করবে কারণ তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী তার নাম দুর্নীতিগ্রস্ত ভারতী ঘোষ পাপ থেকে বাঁচার জন্য রাম শিবিরে গিয়ে রাম নাম করছে বাঁচার জন্য ত আর হবে না বললেন জেলা সভাপতি অজিত মাইতি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট