রায়গঞ্জে মনোনয়ন জমা দিলেন মহঃ সেলিম


বুধবার,২৭/০৩/২০১৯
478

বিদিতা ঘোষ---

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার চতুর্মুখি লড়াই। সিপিএম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপি ভোট যুদ্ধে ময়দানে। এক ইঞ্চি জমি ছড়তে নারাজ কোন পক্ষ। ২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেসের দীপা দাসমুন্সিকে সামান্য ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী মহঃ সেলিম। একসময় কংগ্রেসের গড় ছিল এই রায়গঞ্জ। অবিসাংবাদি কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির গড় ছিল এই রায়গঞ্জ।

পরবর্তীতে প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি সাংসদ ছিলেন এই কেন্দ্রের। কিন্ত গত লোকসভা ভোটে কংগ্রেসি ভোট ব্যাঙ্কে তৃণমূল থাবা বসানোয় ভোট ভাগাভাগির সুযোগে জয়ের হাসি হাসেন বাম প্রার্থী মহঃ সেলিম। এবারের নির্বাচনের আগে বিজেপিও শক্তি সঞ্চয় করেছে এই এলাকায়। শক্তি বেড়েছে তৃণমূলেরও। লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাম কংগ্রেস জোট বাঁধার চেষ্টা করলেও তা আটকে যাওয়ার অন্যতম কারন এই রায়গঞ্জ কার ভাগে তা নিয়েও। ফলে কংগ্রেস ভোট ও বাম ভোট বিভাজনের সুযোগ নিতে চাইছে বিজেপি ও তৃণমূল। এরই মধ্যে জোরদার প্রচার চলছে সব দলের পক্ষ থেকে। সোমবার মনোননয়ন পত্র জমা দিলেন বাম প্রার্থী ও গতবারের বিজয়ী মহঃ সেলিম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট