৮০ কেজি গাঁজা আটক দাঁতন পুলিশের, গ্রেপ্তার তিন


রবিবার,২৪/০৩/২০১৯
559

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: নাকা চেকিং চলছে প্রতিদিন। ওড়িশা সীমান্ত দাঁতনে ফের গাঁজা ভর্তি গাড়ি আটক পুলিশের। শনিবার সন্ধ্যায় ৬০ নং জাতীয় সড়কের হাসিমপুরে ৮০ কেজি গাঁজা আটক করে দাঁতন পুলিশ। পাচারে যুক্ত গাড়ির চালক-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দেবদত্ত সিংহ, সত্যেন্দ্র এবং অজয়। এদের বাড়ি হরিয়ানার গুরগাঁও জেলার বেরকা, গাজিয়াবাদের সুদামাপুরী এবং দিল্লীর জানাপুর ভীমবস্তি এলাকায়।

পুলিশ এদের কাছ থেকে জানতে পেরেছে ওড়িশা থেকে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। গাড়িটিও আটক করেছে পুলিশ। ধৃতদের রবিবার মেদিনীপুর আদালতে তোলা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট