বাংলাএক্সপ্রেস ওয়েবডেস্কঃ গত বছর জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয় বসন্ত উৎসব। তুলনা মূলক ভাবে জায়গা বাড়লেও চিত্রে কোনও বদল ঘটেনি। অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ভিড় ছিল চোখে পরার মত। রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে সামিল হতে আসা মানুষের ঢল একপ্রকার বন্ধ করে দিয়েছিল যানবাহন। ক্যাম্পাসের ভিতরেও ভরতি অগুনতি লাল, নীল, হলুদ, সবুজ আবির মাখা মুখ। প্রত্যেকেরই উদ্দেশ্য একে অপরকে রং মাখিয়ে আনন্দের মুহূর্তটাকে ভাগ করে নেওয়া। আর ব্যাকগ্রাউন্ডে সেই চিরাচরিত রবীন্দ্র সংগীত যেন বিশ্বভারতীর সংস্কৃতিকেই ফুটিয়ে তোলে। রং মাখা, মাখানো, সেলফিতে মুহূর্তটাকে বন্দী করা, গানের তালে নাচের পর সবশেষে রাঙা মুখগুলিকে ফিরতে দেখা গেল একমুখ হাসি নিয়ে। উজ্জ্বল, পিয়াঙ্কা, গনেশ, সানারা একে অন্যের মুখে রঙ লাগিয়ে আনন্দে মতলো। প্রত্যেক বছর সকলে এই বসন্ত উৎসবে খুব মজা করে বলে জানান রাজারহাট থেকে এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আসা প্রিয়াঙ্কা শ্রী ও তার বন্ধুরা। উজ্জ্বল বলে, বসন্ত উৎসব তার জীবনের সব থেকে পছন্দের উৎসব। বসন্তের সঙ্গী আছে কি জানতে চাইলে মুখ লাল হয়ে যায় উজ্জ্বলের। যদিও এদিনে উপস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে আসা সকলেরিই ফেরার পথে মুখ লাল সবুজ নীল গোলাপি হলুদ হয়ে উঠেছিলো।
রঙের উৎসবে রবীন্দ্রভারতী
মঙ্গলবার,১৯/০৩/২০১৯
1795