খবরইন্ডিয়াঅনলাইনঃ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়ালেন জন্মসূত্রে নেপালি বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। বর্তমানে নেপালে জাতিসংঘের পপুলেশন ফান্ডের গুডউইল অ্যাম্বাসেডর মনীষা৷
তিনি জানিয়েছেন, বিধ্বস্ত নেপালে কোনও গর্ভবতী মহিলা, সদ্য মা হওয়া এবং তাঁদের সদ্যোজাতদের সাহায্য করবেন৷ তাঁদের মধ্যে আত্মমর্যাদা ফিরিয়ে আনবেন৷
মনীষা আরও জানিয়েছেন, এই সঙ্কটের সময়ে ইউ এন এফ পি এ-র সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে পেরে তিনি খুব খুশি৷
উল্লেখ্য, জাতিসংঘের হিসেব মতো ২০ লাখেরও বেশি মহিলা এই দুর্যোগের কবলে পড়েছেন৷-হিমালয়ান টাইমস।
অভিনেত্রী মনীষা নেপালে মায়েদের পাশে
বৃহস্পতিবার,১৪/০৫/২০১৫
708