চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে গেল রিয়েল মাদ্রিজ


বৃহস্পতিবার,০৭/০৩/২০১৯
831

বাংলা এক্সপ্রেস---

আলেক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে গেল রিয়েল মাদ্রিজ। এর আগে ২০১৫ সালের মে মাসে রিয়েল মাদ্রিজের এরকম হাল হয়েছিল। কিন্তু তার পর এই প্রথম। স্পেনের ক্লাব এজাক্স রিয়েল মাদ্রিজকে ৪-১ গোলে হারাল। চার আমল আগে জুভেন্টাসের কাছে রিয়েল মাদ্রিজের এই অবস্থা হয়েছিল, সেই সময় ৪ গোল খেয়েছিল রিয়েল মাদ্রিজ।

উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং দুই ম্যানেজারের অনুপস্থিতিতে রিয়েল মাদ্রিজ বার বার প্রতিপক্ষের কাছে কঠিন লড়াই দিতে ব্যার্থ হয়েছে এবং তার জেরেই দলের এই হাল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট