অস্ট্রেলিয়ান ওপেনের সময় এন্ডি মারে অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছিলেন আমি আর বেশি দিন খেলতে পারবো না। এমনকি বলতে বলতে তাঁর চোখে জল ও চলে এসেছিল। কারণ বারবার চোটের জন্য তিনি অত্যন্ত হতাশায় ভুগছিলেন। কিন্তু ‘হিপ সার্জারি’ করার পর তিনি এখন যন্ত্রনা থেকে মুক্ত এবং তিনি আবারোও টেনিস মাঠে ফিরবেন বলে আশাবাদী। মারে বলেছেন, আমি খেলা চালিয়ে যেতে চাই। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম তখন ভেবেছিলাম আমি বোধ হয় আর খেলতে পারবো না। কিন্তু আমি অপারেশনের আগে যা ছিলাম তার থেকে এখন অনেক ভালো আছি।
আবারোও টেনিস কোর্টে ফেরার আশায় মারে
বুধবার,০৬/০৩/২০১৯
712
বাংলা এক্সপ্রেস---