খোদ ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল হাতি, আতঙ্কে ঝাড়গ্রামবাসী


মঙ্গলবার,০৫/০৩/২০১৯
532

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: খোদ ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল গজরাজ। সোমবার ভোর ৩.৩০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম জেলা শহরের ফনীর মোড়ে এলাকায় ঘন্টা তিনেক তান্ডব চালায় গজরাজ। ভোররাতে হাতি ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। শহরবাসীর দাবি এতদিন আছি কোনদিন ঘরের সামনে বা শহরে হাতি ঢুকতে দেখিনি।

সোমবারের ভোর বেলায় গজরাজ নিজ কায়দায় জঙ্গল ছেড়ে শহরে ঢোকে। তান্ডব চালায় আবার নিজ কায়দায় শহর ছেড়ে জঙ্গলে চলে যায়। ঘুম থেকে ওঠার আগেই শহরের বেশ কয়েকটি বাড়ির পাঁচিল ও গেট ভেঙে দেয় গজরাজ। ভোর থেকেই ঐ এলাকার মানুষ জনের অবস্হা সঙ্গিহীন। বন দপ্তর খবরপেয়ে ঘটনাস্হলে যায় সকাল বেলায়। ঘুরে দেখে শহরের বিভিন্ন এলাকা। তবে আশঙ্কা আবারও গজরাজ শহরে চলে না আসে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট