রেকর্ড করলেন, প্রতিশোধও নিলেন ফেডেরার


রবিবার,০৩/০৩/২০১৯
571

বাংলা এক্সপ্রেস---

অস্ট্রেলিয়ান ওপেনে রজার ফেডেরারকে হারিয়ে বিখ্যাত হয়ে উঠেছিলেন ২০ বছর বয়সি সিস্টিফাস। কিন্তু কয়েক মাস যেতেই দুবাই এ তার প্রতিশোধ নিলেন ফেডেরার। সিস্টিপাসকে হারিয়ে দুবাই ওপেন যেতেন ফেডেরার। সিস্টিপাসকে ৬-৪, ৬-৪ এ হারান ফেডেরার। এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে তিনি ১০০ ট্রফি জেতার মালিক হন। ফেডেরার দ্বিতীয় জন হিসাবে এই কাজটি করে দেখান। প্রথম জন হলেন আমেরিকার জিমি কনর্স। তিনি ২০০১ সালে স্পেনের মিলানে তাঁর ১০০ তম খেতাব যেতেন।

ফেডেরার দুবাই ওপেন জেতার পর বললেন, আমার স্বপ্ন সত্যি হল। তিনি আরও বলেন, আমি খুব খুশি এই ট্রফি জিতে। আটটি দুবাই ওপেন এবং তার সঙ্গে ১০০ টির সংযোজনে আমি খুব খুশি। এই ম্যাচ শেষে সিস্টিপাসক বলেন, রজারের সঙ্গে খেলাটাই আমার কাছে সম্মানের। আমি যখন ছোট ছিলাম তখন আমি রজারকে সবসময় অনুকরন করতাম। রজার, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার ১০০ তম খেতাবের জন্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট