হাওড়া: চতুর্থ শ্রেণীর নাবালিকা ছাত্রী কে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম অশোক ঘুকু (৩৯)। আমতা থানা এলাকার শেরপুরের বাসিন্দা। সূত্রে খবর অশোক ঘুকু পেশায় জরির কাজ করেন গ্রামেরই একটি কারখানায়।গত সোমবার স্কুল থেকে ফেরার পথে ওই কারখানার পাস থেকে আসে ওই নাবালিকা ছাত্রী। অভিযোগ সেই সময় জোর করে তাকে কারখানার ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করে অভিযুক্ত অশোক ঘুকু। বাড়ি ফিরে এই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে পরে ঘটনাটি মাকে জানাই। এরপরেই তাকে ভর্তি করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।
বর্তমান সেখানে চিকিৎসাধীন রয়েছে এই নাবালিকা। ঘটনার পরের দিন ২৬ শে ফেব্রুয়ারি আমতা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের লোকজন। বুধবার রাতে তাকে গ্রেফতার করে আমতা থানার পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতা নাবালিকা ছাত্রীর মা ঘটনা জানান, কাউকে কিছু না জানানোর জন্য ভয় দেখানো হয়েছিল তাকে। অভিযুক্তকে শনিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।