কাঁসাই নদীতে এলো হড়কা বান


শনিবার,০২/০৩/২০১৯
502

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: গতকয়েকদিনের জোরালো বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা এলাকায় কাঁসাই নদীতে এলো হড়কা বান। যার যেরে সমস্যায় সাধারন মানুষ। গত কয়েকদিনের যে বৃষ্টি হয়েছিল সেই সমস্ত জল কাঁসাই নদীতে আসাই জলস্তর বেড়ে গিয়েছে। ফাল্গুন মাসে ডেবরা বিধানসভার এই নদীতে হাঁটু নিচু জল থাকে।

আর টাবাগেড়্যা এলাকায় জলই থাকে না। তাই সরকারী ভাবে অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ায় সমস্যায় যাত্রীরা। ডেবরা ব্লকের কাঁসাইয়ের উত্তর পাশের মানুষজন আর ডেবরার দিকে আসতে পারছে না। আটকে রয়েছে বেশ কয়েকটি বাস। দুপুরে যেখানে জলের গন্ধ নেই,হঠাত করে হড়কা বান আসায় চিন্তিত বহু মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট