দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত ৩০


বৃহস্পতিবার,২৮/০২/২০১৯
502

বাংলা এক্সপ্রেস---

সামসেরগঞ্জঃ সামসেরগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত প্রায় ৩০জন বাসযাত্রী। ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জ থানার আ়কুড়া ব্রিজের উপর। এদিন দুপুরে একটি সরকারি বাস মালদা থেকে কোলকাতা অভিমুখে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের যাত্রীরা রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পলি মন্ডল(৪০) নামে এক গৃহবধূর।

আহতদের উদ্ধার করে প্রথমে তারাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পড়ে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ২৭জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গুরুত্বর আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং গীতারাম বেসরকারী হাসপাতালে আরও ২জনকে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। মৃত বাসযাত্রী গৃহবধূর বাড়ি ফরাক্কার জাফরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে স্থানীয় পুলিস প্রশাসন গিয়ে উদ্ধার কাজে হাত লাগায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট