ঝোড়ো হওয়া এবং বৃষ্টি তছনছ করে দিলো রাজ্য হস্তশিল্প মেলা


বুধবার,২৭/০২/২০১৯
642

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: গতকাল রাতের ঝোড়ো হওয়া এবং বৃষ্টি সব তছনছ করে দিলো রাজ্য হস্তশিল্প মেলা র। গত 15 ই ফেব্রুয়ারি থেকে মেদিনীপুর শহরে শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প মেলা 2019। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা ছিল আগেই আর সেই সতর্কবার্তা মতোই গতকাল রাত থেকে হঠাৎই ঝোড়ো হওয়া এবং বৃষ্টি শুরু হয় পশ্চিম মেদিনীপুর জেলায়। আর এই ঝড়ো হাওয়া তেই উড়িয়ে নিয়ে গেছে হস্তশিল্প মেলা অর্ধেকাংশ।

ক্ষতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্ত শিল্প মেলায় অংশগ্রহণকারী শিল্পীরা। গোটা মেলা চত্বর তছনছ করে দিয়েছে গতকাল রাতের ঝোড়ো হওয়া তে। কিছু রোজগারের আশায় এই মেলায় স্টল দিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। রোজকার কি হবে তা জানা নেই কিন্তু কালকে রাতের ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই। ক্ষতিগ্রস্ত শিল্পীদের এখন কি হয়, সরকার তাদের পাশে ঘুরে দাঁড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট