পশ্চিম মেদিনীপুর: পাকিস্থানী সাম্রাজ্যের পতন হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে, বললেন দিলিপ ঘোষ। লোকসভা ভোটকে সামনে রেখে বেলদাতে চা চক্রের আয়োজন বিজেপির। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ, জেলা সভাপতি সমিত দাস, গৌরীশঙ্কর অধিকারী, সোমনাথ দে সহ প্রমুখ। এদিন প্রায় একশত কর্মীকে নিয়ে লোকসভা ভোটকে কেন্দ্র করে সাংগঠনিক সভার আয়োজন করা হয় বিজেপি দলের পক্ষ থেকে। মূলত লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে ব্লক ভিত্তিক সভা বিজেপির।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলিপ ঘোষ বলেন- “পুলওয়ামা ঘটনার বারো দিনের মধ্যে আমরা যোগ্য জবাব পেয়েছি।মোদিজি যোগ্য জবাব দিয়েছে। ইমরান খানের রাজত্ব খানখান হয়েছে, আর মোদিজির জয়জয়কার হচ্ছে ইমরানের হায়হায় হচ্ছে।” পুলওয়ামা ঘটনা নাড়িয়ে দিয়েছিল সবাইকে। দিলিপের কথা মতো-“পুলওয়ামা ঘটনার পর সবাই চেয়েছিল বিদ্রোহ, শহীদ জওয়ানের পরিবার ও চেয়েছে তাদের পরিবারে ছোট ছেলেকে যুদ্ধে পাঠাতে তবে কতিপয় নেতা তার বিরোধিতা করেছে। মোদিজি আজ তার যোগ্য জবাব দিয়েছে।” লোকসভার আগে যুবকদের, সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের একজোট করতে ব্লক ভিত্তিক সভা বিজেপির।