“শালবনী হাসপাতালকে বেসরকারী হতে দেব না”-জেলাশাসক দপ্তরে বিক্ষোভ-ডেপুটেশন


রবিবার,২৪/০২/২০১৯
491

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: শালবনী হাসপাতাল জিন্দালকে দেওয়ার পরই আন্দোলনে নেমেছে বিভিন্ন সংগঠন। প্রথম থেকেই এস ইউ সি আই আন্দোলনে অংশ নিয়েছে। জাকাত মাঝি পরগণা শালবনী হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছিল। আজ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে শালবনী হাসপাতালকে বেসরকারীকরণ করার প্রতিবাদে বিক্ষোভ দেখায় শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল বাঁচাও কমিটি। বিক্ষোভ শেষে জেলাশাসকের দপ্তরে একটি ডেপুটেশনও দিয়েছে।

এই বিক্ষোভ সভায় নেতৃত্বরা জিন্দালের হাতে হাসপাতাল তুলে দেওয়ার প্রতিবাদে সরব হয় এবং মউ চুক্তি বাতিলের দাবী জানায়। নেতৃত্বরা জানান এর ফলে সাধারণ মানুষ ঐ হাসপাতালের সরকারী চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। আগামী দিনে সর্বস্তরের জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানায়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভূঁঞ্যা, অধ্যাপক প্রভঞ্জন জানা, রতন মুখার্জী, দীপক পাত্র সহ প্রমুখ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট