চোলাই মদ খেয়ে অসমে মৃত্যু মিছিল


শনিবার,২৩/০২/২০১৯
3355

বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ অসমে চোলাই মদ খেয়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শতাধিক৷ ফলে অসমের চোলাই মদ কাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যে রাজ্য সরকার মৃতের পরিবারদের দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে৷ মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে অসমের গোলাঘাট জেলায়৷ এক চা বাগানে চোলাই মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শতাধিক চা শ্রমিক৷ শুরু হয় বমি৷ প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভরতি করা হয় তাদের৷ এরপর শুরু হয় মৃত্যু মিছিল৷ শুক্রবার অবধি সংখ্যাটা দুই অংকে আটকে ছিল৷ কিন্তু শনিবার আরও বেশ কিছুজনের মৃত্যুর খবর মেলে৷ অসমর্থিত সূত্র অনুযায়ী চোলাই মদ খেয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে৷ হাসপাতালে ভরতি আরও ৩৫০ জন৷ পুলিশ সূত্রে খবর হাসপাতালে যারা ভরতি আছে তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ এদিকে হাসপাতালগুলিতে ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে চিকিৎসায়৷ হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা৷ অবস্থা সামাল দিতে আসেপাশের জেলা থেকে ডাক্তারদের ওই হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে৷ এদিকে বিষমদ কাণ্ডে পুলিশ এখনও অবধি সাতজনকে গ্রেফতার করেছে৷ গোলাঘাট ও জোরহাট জেলা জুড়ে তল্লাশি চালিয়ে ১৫ হাজার বিষমদ বাজেয়াপ্ত করা হয়েছে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট