মাধ্যমিক দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, হাসপাতালের বিছানায় বসে পরীক্ষা


বৃহস্পতিবার,২১/০২/২০১৯
467

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: মাধ্যমিক দিয়ে ফেরার পথে দুর্ঘটনা আর তার জেরেই জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিনের পরীক্ষা হাসপাতালের বিছানায় বসে দিতে হলো সৌরভ ঘোষকে। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে আনন্দপুর থানার কানাশোল এর কাছে মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সৌরভ। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার রাতেই তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে।

বুধবার মেদিনীপুর মেডিক্যাল সার্জিক্যাল ওয়ার্ডের বেডে বসে জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে হলো সৌরভকে। সামান্য একাকীত্ব বোধ হলো পরীক্ষা অবশ্য ভালোই হয়েছে দাবি সৌরভের। দু পা বাম হাত এবং কপালে গুরুতর আঘাতের কারণে তাকে আরো কয়েক দিন হসপিটালে ভর্তি থাকতে হবে। হাসপাতলে মাধ্যমিক পরীক্ষার জন্য মধ্যশিক্ষা পর্ষদের থেকে বিশেষ ব্যবস্থাও করা হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতলে পুলিশ কর্মী ও মোতায়েন ছিল। পরীক্ষা শেষ হয়ে মধ্যশিক্ষা পর্ষদ এর তত্ত্বাবধানে গোটা বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় স্পেশাল ইনভিজিলেটর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট