ফ্লেমিংকে টপকে, একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক হলেন টেলর


বুধবার,২০/০২/২০১৯
713

বাংলা এক্সপ্রেস---

ডুনেডিনে সিরিজের তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে ৮৮ রানে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন রস টেলর। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৭.২ ওভারেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রানের অসাধারণ ইনিংস খেলেন সাব্বির রহমান। তা সত্ত্বেও বাংলাদেশকে ৮৮ রানে হারতে হয়। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি পান ৬ উইকেট।

দলের হয়ে সর্বোচ্চ রান করা ছাড়াও এই ম্যাচে স্টিফেন ফ্লেমিংকে টপকে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক হন রস টেলর। একদিনের ক্রিকেটে ফ্লেমিংয়ের রান সংখ্যা ছিল ২৬৮ ইনিংসে ৮০০৭। অন্যদিকে রস টেলরের রান সংখ্যা এই ম্যাচ পর্যন্ত, ২০৩ ম্যাচে ৮০২৬ রান। ম্যাচ শেষে টেলর বলেন, আমি যখন মাইলস্টোন পার করলাম তখন দর্শকরা যেভাবে আমাকে অব্যর্থনা জানাল তাতে আমি অভিভূত। তিনি আরও বলেন, আমি যেভাবে খেলছি এইভাবে আরো কয়েক বছর খেলে যেতে চাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট