সব মামলা থেকে রেহাই জয়ললিতার


মঙ্গলবার,১২/০৫/২০১৫
337

খবরইন্ডিয়াঅনলাইনঃ     দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাকে অব্যাহতি দিয়েছেন  কর্নাটক আদালত। সোমবার কর্নাটক হাইকোর্ট জয়ললিতার
করা আপিলে তাকে খালাস দেন। এ রায়ের মধ্য দিয়ে জয়ললিতা তার মুখ্যমন্ত্রীর পদ ফিরে পাবেন গণমাধ্যমের খবরগুলোতে এমন আশার কথা বলা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, রায়ের পর তামিলনাড়ুতে উল্লাসে ফেটে পড়েন জয়ললিতার সমর্থকরা। বিভিন্ন স্থানে নেচে-গেয়ে, পতাকা উড়িয়ে ‘আম্মার’ জন্য তারা আনন্দ প্রকাশ করেন। জয়ললিতার দল এআইএডিএমকের এমপিরাও পার্লামেন্ট প্রাঙ্গণে এসে উল্লাসে যোগ দেন, চলে মিষ্টিমুখ। জামিনে থাকা জয়ললিতা রায়ের সময় চেন্নাইয়ে নিজের বাড়িতেই ছিলেন। তার আইনজীবী বি কুমার এ রায়কে অভিহিত করেন ‘বিরাট বড় স্বস্তি’ হিসাবে।  আর ১৮ বছর আগে জয়ললিতার বিরুদ্ধে যিনি এই মামলা করেছিলেন, সেই বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী রায়ে হতাশা প্রকাশ করে বলেছেন, আমি বিস্মিত, হতাবাক। ১ কোটি ডলারের অবৈধ সম্পদ রাখায় দায়ে গত বছরের সেপ্টেম্বরে এ মামলায় জয়ললিতাকে চার বছরের কারাদন্ড দেয় বিশেষ আদালত, সেই সঙ্গে করা হয় ১০০ কোটি টাকা জরিমানা। আদালতের রায়ে সাজা হওয়ায় জেলে যেতে হয় তামিলনাড়ুর এই প্রভাবশালী রাজনীতিবিদকে, ছাড়তে হয় মুখ্যমন্ত্রীর পদ। একমাস জেলে থাকার পর সর্বোচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান জয়ললিতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট