নবান্ন থেকে বেরোনোর সময় মুূখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের কথাপোকথন


সোমবার,১৮/০২/২০১৯
774

বাংলা এক্সপ্রেস---

প্রশ্নঃ দিদি রাজীব কুমারকে সরানো হচ্ছে। এরকম কিছু খবর?

উত্তরঃ সেতো ইলেকশন কমিশনের নিয়মই আছে। cp কেন সে তো বিডিও থেকে অল পুলিশ অফিসারকে সরানো হবে। ৩ বছর যাদের হয়েছে তাদের সরাতে হবে। আর রাজীব কুমার খুব ভাল অফিসার। এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইলেকশন এর জন্য সরাতে হবে এ তো নিয়মই। তা নিয়ে ভুল ব্যাখ্যা করার কারণ নেই।

প্রশ্নঃ অর্ডার কি হয়েছে? কাউকে কি প্ল্যান করেছেন কাকে করবেন?

উত্তরঃ না এখনো হয়নি।
হলে বলব।
প্রশ্নঃ দিদি অনেকক্ষন তো মিটিং করলেন?

উত্তরঃ ও আমাদের পুলিশ নিয়ে কিছু কাজ ছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট