ঝাড়গ্রামে ফের হায়নার আতঙ্ক, আহত চার


বৃহস্পতিবার,১৪/০২/২০১৯
531

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে ফের হায়নার আতঙ্ক। হায়নার হামলায় আহত হলেন চারজন। ঝাড়গ্রামের শিমূলডাঙায় আজ সকালে ঘটনাটি ঘটে। আহত চারজনকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের মধ্যে একজন মহিলা। দু’জনের অবস্থা গুরুতর। আহতরা হল ধীরেন মাহাতো (৪২), মলিনি মাহাতো(২৭), বকুল মাহাতো (৪৯), ফটিক হেমব্রম (৩০)

গতবছর ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। শেষপর্যন্ত একটি রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার হয়। বছরখানেক পর ফের ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। স্থানীয়দের বক্তব্য, আজ সকালে লোকালয়ে ঢুকে পড়ে হায়না। তার হামলায় চারজন আহত হন। স্থানীয় সূত্রে খবর, শুধুমাত্র শিমূলডাঙা নয়, আশপাশের কয়েকটি গ্রামেও হায়নার হামলা হয়েছে। তবে হায়নার না অন্য কোনও জন্তু হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে বনবিভাগ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট