পশ্চিম মেদিনীপুর: বিধান নগর কমিশনারেট এরপর পশ্চিম মেদিনীপুর জেলায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা নেওয়ার জন্য চালু হলো অ্যান্ড্রয়েড বেসড ইলেকট্রনিক্স ডিভাইস চালান মেসিন। এই মেশিনে একদিকে ট্রাফিক আইন ভঙ্গকারিরা কার্ড সোয়াইপ করে যেমন পেমেন্ট করতে পারবে তেমনি ডিজিটাললি ডেটা স্টোরেজের ক্ষেত্রেও ব্যবহার করা হবে এই ডিভাইস।
বুধবার মেদিনীপুর শহরে জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া এক ট্রাফিক আইন ভঙ্গ কারিকে জরিমানা করে এই ডিভাইস এর সূচনা করেন। জেলা পুলিশ সুপার জানান পশ্চিম মেদিনীপুর জেলায় এই মুহূর্তে মোট নয়টি ডিভাইস কাজ করবে। পরবর্তী সময়ে সমস্ত ট্রাফিক পয়েন্টে থাকবে এই ডিভাইসের সুবিধা। এর ফলে একদিকে যেমন বাড়বে স্বচ্ছতা তেমনি আজও প্রতি বারই গতি বাড়বে ট্রাফিকের জরিমানা আদায়ের কাজেও। এই ডিভাইস পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত ট্রাফিক পুলিশরা।