খড়গপুরে ফের অস্ত্রসহ গ্রেফতার তিন যুবক


সোমবার,১১/০২/২০১৯
552

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের অস্ত্রের ঝলকানি দেখা গেলো জেলায়। অস্ত্রসহ গ্রেপ্তার করা হল তিন যুবক কে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানা রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র সহ শেখ সালমান, শেখ মুজিবুর ও শেখ শাহিদ নামেদ নামে তিন যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে। জানা গিয়েছে ধৃতদের বাড়ি খড়্গপুর শহরের পাঁচবেড়িয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর খড়গপুর লোকাল থানার অন্তর্গত কাজ রাতে গতকাল রাতে ডাকাতির উদ্দেশ্যে এই তিন দুষ্কৃতী জড়ো হয়।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তিনজনকেই হাতেনাতে পাকড়াও করে। এই তিনজনকেই মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হচ্ছে। জেলায় দুষ্কৃতী রাজ ক্রমশ বাড়ায় আতঙ্ক ছড়াচ্ছে বিভিন্ন প্রান্তে। উল্লেখ করা যায় রবি বার দুপুরে মেদিনীপুর শহরের খাপ্রেল বাজার এলাকায় এক যুবক প্রকাশ্য দিবালোকে গুলি চালায়, সন্ধ্যের দিকে শহর মেদিনীপুরেই এক গৃহবধুর কপালে পিস্তল ঠেকিয়ে হুমকি দেখানো হয়। এমন কি দুদিন আগেই গড়বেতা থেকে একটি অস্ত্র কারখানার হদিস পায় পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট