সমস্ত আশঙ্কাকে ভুল প্রমান করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরাল উড, আলি


সোমবার,১১/০২/২০১৯
595

বাংলা এক্সপ্রেস---

সবার আশঙ্কা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও হারতে চলেছে ইংল্যান্ড। কিন্তু সমস্ত আশঙ্কাকে ভুল প্রমানিত করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরাল ফার্স্ট বোলার মার্ক উড এবং অফস্পিনার মঈন আলি। কারন প্রথম ইনিংসে বাটলার এবং স্টোকসের সেঞ্চুরি রানের পার্টনারশিপ থাকলেও ২৭৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও ভাল শুরু করে ওয়েস্টইন্ডিজ, প্রথম উইকেটে ৫০ রানের একটা পার্টনারশিপ তৈরী করে।

দলের রান সংখ্যা যখন ৫৭, সেইসময় প্রথম ধাক্কা দেয় মঈন আলি, পরপর দুই বলে পায় দুটো উইকেট। এরপর থেকেই পুরো ম্যাচটি নিয়ন্ত্রন করতে শুরু করে ইংল্যান্ড। এরপর মার্ক উডের ঝড়ের সামনে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ এবং একের পর এক উইকেট হারাতে থাকে এবং ১৫৪ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা জনক অবস্থায় ইংল্যান্ড। বড় কিছু অঘটন না ঘটাল সম্মান নিয়েই সিরিজ শেষ করবে ইংল্যান্ড।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট